প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
দুঃস্থদের মাঝে চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির কম্বল বিতরণ
শীতার্ত অসহায় মানুষদের কিছুটা উষ্ণতা দিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে অসহায়, দুঃস্থদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সহকারী কমিশনার মাসুম সামিয়া।
এ সময় রাজস্ব কর্মকর্তা জহিরুল আলম, মুজিবুর রহমান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা বিপ্লব সরকার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান মাঈনু আখন্দ, যুগ্ম সম্পাদক এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, অর্থ সম্পাদক সম্পদ সাহা, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, কার্যকরী সদস্য নুরুজ্জামান কালুসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।