প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা
মোহাম্মদ মহিউদ্দিন/ফরহাদ চৌধুরী ॥
কচুয়া পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মূল্য তালিকা ও নিবন্ধন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঢাকা বেকারীতে ৮ হাজার, তৃপ্তি হোটেলে ৭ হাজার ও সাকিব হোটেলে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন।