বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

হাইমচরে মুক্তিযোদ্ধা শাহিন শাহর রুহের মাগফেরাত কামনায় মেজবান

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে মুক্তিযোদ্ধা শাহিন শাহর রুহের মাগফেরাত কামনায় মেজবান

হাইমচরে জেলা পরিষদের সাবেক সদস্য সুমন সরদারের পিতা মুক্তিযোদ্ধা মরহুম শাহীন শাহ সরদারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার মানুষ অংশগ্রহণ করে। শনিবার দুপুর ১২টায় পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া শেষে এ মেজবান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকজনকে খাওয়ানো হয়। একসাথে ৭শ’ লোককে খাওয়ানোর ব্যবস্থা করেন পরিবারের লোকজন। মেজবান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া মেজবানে মানুষের ঢল নামে।

এসএম আল মামুন সুমন সরদার জানান, গত ৯ জানুয়ারি তার পিতা মুক্তিযোদ্ধা শাহীন শাহ সরদার মৃত্যুবরণ করেন। পরের দিন সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ আমরা পরিবারের পক্ষ থেকে বাবার রুহের মাগফেরাত কামনায় মেজবানের আয়োজন করেছি। এক সাথে যেন ৭শ’ লোক বসতে পারে সেভাবেই প্যান্ডেল তৈরি করেছি। আমরা ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করেছি। উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, সাধারণ মানুষ আমাদের মেজবান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মহান আল্লাহপাক যেন বাবাকে দুনিয়ার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়