রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মাহবুব আলম লাভলু ॥
চাঁদপুর-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৮ ডিসেম্বর সোমবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়া ৫ প্রার্থী হলেন : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (নৌকা), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া (লাঙ্গল), আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান সিআইপি (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মোঃ মনির হোসেন বেপারী (একতারা), সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাছান আলী শিকদার (মশাল)।

এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চাঁদপুর-২ আসনে ৭ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এবং ১৭ ডিসেম্বর রোববার জাকের পার্টির দলীয় মনোনীত গোলাপ ফুল প্রতীকের ওবায়েদ উল্লাহ মোল্লা মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়