প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
পেট্রোল বোমা সদৃশ টেপ পেঁচানো ৪টি বোতল উদ্ধার
চাঁদপুরে স্কচটেপ পেঁচানো পেট্রোল বোমা সদৃশ ৪টি বোতল উদ্ধার করেছে পুলিশ। বিজয় দিবসের দিন শনিবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার ৪নং ওয়ার্ডের ইসলামিয়া মসজিদের পাশের ডাস্টবিনের সামনে এগুলো দেখতে পায় পরিচ্ছন্নতা কর্মী। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুরাণবাজার ফাঁড়ি পুলিশকে অবগত করা হয়।
খবর শুনে চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে স্কচটেপ পেঁচানো বোতল ৪টি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্থানীয়রা যাতে আতঙ্কিত না হয় সেজন্যে পরামর্শ দেন। স্থানীয় জাহিদসহ ক’জন জানান, মহান বিজয় দিবসে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য কে বা কারা এ কাজ করেছে।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব জানান, পরিচ্ছন্ন কর্মীরা ময়লার স্তূপের পাশে একটি লাল শপিং ব্যাগে ৪টি স্কচটেপ পেঁচানো বোতল দেখতে পায়। এরমধ্যে ৩টি বোতল সাদা ও একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে আমি ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে অবহিত করি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, যাচাইয়ের জন্যে ৪টি বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আতঙ্কিত না হওয়ার জন্যে স্থানীয়দের নির্দেশ প্রদান করা হয়েছে।