রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মোহনপুরে দিপু চৌধুরীর জন্যে মিলাদ ও দোয়া

মাহবুব আলম লাভলু ॥
মোহনপুরে দিপু চৌধুরীর জন্যে মিলাদ ও দোয়া

মতলব উত্তরের মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয় উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার বাবা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জ্যেষ্ঠপুত্র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। রাজনৈতিক জীবনে বাবা অনেক স্বপ্ন দেখেছেন। কিছু পূর্ণ হলেও বাবার অকাল মৃত্যুতে অনেক স্বপ্নই অধরা রয়ে গেছে। তার বড় একটা স্বপ্ন ছিল মতলবকে মিনি সিঙ্গাপুর করা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার বাবার স্বপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো। আর এই আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আপনারা আমার বাবার জন্যে দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান মামুনের পরিচালনায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য বাদশা মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম রোমান দেওয়ান, বর্তমান যুগ্ম আহ্বায়ক ছদরুল আমিন।

দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহিদদের জন্যও দোয়া করা হয়েছে।

অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত দিপু চৌধুরীর জন্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক বার্তা পাঠ করা হয়। উপস্থিত ছিলেন রহমতুল্লাহ সরকার লিখন, এসএম নোমান দেওয়ান মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর তিনি মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়