প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
অধ্যাপক আঞ্জুমান মোহসেনা বুশরার কুলখানি সম্পন্ন
দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের বড় ভায়রার মেয়ে, ঢাকার গেন্ডারিয়াস্থ ফজলুল হক মহিলা মহাবিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান মোহসেনা বুশরার কুলখানি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুমআর নামাজের পর চাঁদপুর শহরের বকুলতলা রোডে মরহুমার খালাম্মা অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজের বাসায় মরহুমার কুলখানি উপলক্ষে রুহের মাগফেরাতের জন্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আঞ্জুমান মোহসেনা সোমবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেপটিক শকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তাকে চাঁদপুর শহরের তালতলাস্থ পৌর গোরস্তানে তার ছোট ভাই ও ছোট বোনের কবরের পাশে দাফন করা হয়।