প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নারায়ণপুর ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়। জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া।
শিক্ষার্থীদের মধ্য থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বক্তব্য রাখেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার ও আঁখি সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ বসু।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।