প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা গণফোরামের আলোচনা সভায় অ্যাডঃ সেলিম আকবর
বুদ্ধিজীবীদেরকে দলীয় লেজুড়বৃত্তিতে বাধ্য করা হচ্ছে
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকাস্থ সেলিম আকবরের চেম্বারে আয়োজিত সভায় অংশ নেন জেলা গণফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বর্বর একটি ঘটনা। যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিলো। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার জন্যে এ দেশের প্রগতিশীল, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সেই শহীদদের স্বপ্ন এখনও বাস্তবায়ন হয় নি। এখনও বাংলাদেশের প্রগতিশীল, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে তাদের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে এবং বুদ্ধিজীবীদেরকে দলীয় লেজুড়বৃত্তিতে বাধ্য করা হচ্ছে।
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নিধনে মাঠে নামে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ন্যায় বিচার ও সুশাসনের জন্যে যে সমস্ত বুদ্ধিজীবী কথা বলার কথা, তাদেরকে বিভিন্নভাবে হেনেস্তা করে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে এবং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। বুদ্ধিজীবীরা কোনো সুনির্দিষ্ট এবং ভালো কিছুর জন্যে মতামত দিলেও তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে।
জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, সদর উপজেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা মহিলা গণফোরামের সভানেত্রী অ্যাডঃ জেসমিন কবির, জেলা যুব গণফোরামের সভাপতি হাজী আশ্রাফ বাবু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, জেলা শ্রমিক গণফোরামের সভাপতি আলী আশরাফ গাজী, সাধারণ সম্পাদক শহীদ বকাউল, মহিল গণফোরামের সাধারণ সম্পাদক শরীয়তুননেছা শিল্পী, জেলা গণফোরামের সদস্য আবু সুফিয়ান, বাগাদী ইউনিয়ন গণফোরামের সাধারণ সম্পাদক মিন্টু গাজী, পৌর ২নং সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।