রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শাহতলী জিলানী চিশতী কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

অনলাইন ডেস্ক
শাহতলী জিলানী চিশতী কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের দিনে যারা শহিদ হয়েছেন আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এ দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের জানাতে হবে। এদিন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। পাক হানাদার বাহিনী ১৯৭১ সালে এইদিনে জঘন্যতম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যা আমাদের জন্য একটি কালো অধ্যায়। আজকের দিনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বল্প সময়ে স্বাধীনতা অর্জন করেছি। বাঙালি মাত্র ৯ মাসে স্বাধীনতা অর্জন করেছে। আজকের দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাঃ রুবিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি'র প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।

উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদ খান, জিলানী চিশতী কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উবির সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির অফিস সহকারী মাওলানা মামুন হোসাইনসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়