প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মতলবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মহিবুল্লাহ সৌরভ, ওসি (তদন্ত) সালেহ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন খান ও মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোজাম্মেল হক। গীতা পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।