প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত নেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিক হতে মকবুল পণ্ডিত ব্রিজ হয়ে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় মেয়র বলেন, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে যোগাযোগব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম হবে শহর। সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে সরকার। টেকসই উন্নয়নে কাজের গুণগত মান বজায় রেখে সকল প্রকার উন্নয়ন কাজ সঠিকভাবে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন এবং সম্পূর্ণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন নিয়ে কাজ পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান বজায় রেখে কাজ করার জন্যে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সহকারী শাহাদাত হোসেন, স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, কামাল হোসেন, সজিব হোসেন প্রমুখ।