প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের পাইকপাড়া ইউ. জি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের এ বিদ্যালয়টিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের জানার গ্রিল কেটে একটি ল্যাপটপ নিয়ে গেছে। চোরের দল প্রধান শিক্ষকের কক্ষের দুটি আলমারিতে থাকা প্রজেক্টের মেশিন, বিভিন্ন নথির ফাইল ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রেখে যায়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব জানান, আজ সকালে স্থানীয়রা আমার কক্ষের জানালার গ্রিল কাটাবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি তাৎক্ষণিক বিদ্যালয়ে এসে দেখি, দুটি আলমারিতে থাকা জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে অফিসের সকল কিছু দেখার পর বুঝতে পারি একটি ল্যাপটপ নিয়ে গেছে।
তিনি বলেন, গত ক’দিন পূর্বে পার্শ¦বর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। আশঙ্কা করছি, সংঘবদ্ধ চক্র একই এলাকায় পর পর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা ঘটিয়েছে। চোরচক্র হয়তো ভেবেছিলো আলমারিতে টাকা আছে। তাই দুটি আলমারির তালা ভেঙ্গে আলমারিতে থাকা সকল কিছু এবং ড্রয়ারগুলো এলোমেলো করে ছড়িয়ে-ছিটিয়ে রাখে।
চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।