প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়া উপজেলায় ৪১টি দুর্গাপূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন। ১৫ নভেম্বর রোববার সন্ধ্যায় কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপুর সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় দুর্গাপূজা উদযাপন সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রাদায়িক চেতনায় গড়ে তুলতে এই দেশ স্বাধীন করে ছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। শারদীয় দুর্গাপূজা আসলেই সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠে। স্বাধীনতার সপক্ষের শক্তিরা একত্রিত হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো অপশক্তি আপনাদের রুখতে পারবে না।
সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ গোলাম হোসেন উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের অতিথির হাতে উপহার তুলে দিয়ে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।