রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০

ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর নাত সন্ধ্যা
শামীম হাসান ॥

ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লার নাত সন্ধ্যা সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর (শুক্রবার) বিকেল থেকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা মাঠে ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন। এরপর বাদ যোহর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের পরিবেশনায় নাত সন্ধ্যা সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ফরিদগঞ্জ উপজেলা জমাইয়াতে হিযবুল্লার সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমাইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান, বাগাদী ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ ও মতলব উত্তর উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী জিএস তসলিম আহমেদ, এফএ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জমাইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।

বিকেলে জলসা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা এ.কে.এম. মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা ইকরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাকির হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়