প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের সিনিয়র স্টাফ রিপোর্টার মাইনুল ইসলামের বাবা, চাঁদপুর সদর উত্তর গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (অবসরপ্রাপ্ত) মাওলানা নুরুল ইসলাম (মাস্টার)-এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর বাদ আসর ১২নং চান্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য বাখরপুর নিজ বাড়ির সামনে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজার নামাজ পূর্বে স্মৃতিচারণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, অ্যাডভোকেট শাহজাহান খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ গাজী, চান্দ্রা ইয়াকুবালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওয়ালাদ, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের বড় ছেলে মাওলানা মোঃ শরিফুল ইসলাম। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জামাতা মাওলানা মুফতি আবু সাঈদ।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারেকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক খান, অ্যাডভোকেট কাদের খানসহ জানাজার নামাজে প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মাওলানা নূরুল ইসলাম (মাস্টার) ১৪ অক্টোবর সকাল সাড়ে ৭টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৭ ছেলে ৩ মেয়ে স্ত্রীসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।