রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

হযরত মোহাম্মদ (সঃ)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নানা আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজের হল রুমে মিলাদ, আলোচনা সভা, দোয়া ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে এতো বিশৃঙ্খলা থাকতো না। হযরত মোহাম্মদ (সঃ) শান্তির বার্তা নিয়ে এসেছেন। বর্তমান অস্থিতিশীল বিশ্বে হযরত মোহাম্মদ (সঃ)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী সংগীত, আজান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমিদাতা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও কলেজের ভূমিদাতা, প্রাক্তন ও প্রয়াত শিক্ষকদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মোরশেদ আহমেদ মজুমদার, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, শামসুজ্জামান মুন্সী, ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সেলিম মিয়া, ভূমিদাতা পরিবারের সদস্য আলী হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়