প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০
শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন পরিচালনায় তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মণ্ডশৃঙ্খলা মেনে চলতে হবে। সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনোভাবে বিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। যে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করবে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। ইভটিজিং করলে কঠোর ব্যবস্থা করা হবে। শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি ।
বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।