বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানিটারী ব্যবসায়ী সমিতির শপথ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানিটারী ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান বাবলু।

শপথ গ্রহণ করেন কার্যকরি কমিটির সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন, সহ-সভাপতি মোঃ কাউছার আলম, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক রিপন চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক জানে আলম রাসেল, দপ্তর সম্পাদক মোঃ আজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজল দেবনাথ।

সমন্বয়ক মোঃ আব্দুল কাদের (কেবিএফ) ও নির্বাচিত সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্লাহ ও নির্বাচন কমিশনার মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারীর যৌথ উপস্থাপনায় শপথ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মোঃ খোরশেদ আলম মিয়াজী ও গীতা থেকে পাঠ করেন সজল দেবনাথ।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও নির্বাচিত কমিটির সদস্যরাসহ অনুভূতি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা গাজী মোঃ বিল্লাল হোসেন, উপদেষ্টা সদস্য ও সমন্বয়ক মোঃ আব্দুল কাদের কেবিএফ। এ সময় উপদেষ্টা সদস্য কাজী মোঃ বিল্লাল হোসেন ও মোঃ সাইফুল ইসলাম হীরাসহ সমিতির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানিটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০ জন সদস্যের মধ্যে ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশগ্রহণকৃত ১২ জন প্রার্থীর মধ্যে ৫ পদে ১০ জন সরাসরি ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।

এতে ব্যালেট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত এই সাতজনের ভোটে সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়