রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছে পুলিশ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (১১ অক্টোবর) থানার অফিসার ইনাচর্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ২০টি পূজামণ্ডপের মধ্যে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, এসআই জামাল হোসেন, একরাম, শামছুজ্জামান ও আনোয়ার উপস্থিত ছিলেন।

বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৩টি মন্দির , সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ২টি মন্দির, গুপ্টি পূর্ব ইউনিয়নের ৭টি মন্দির এবং রূপসা উত্তর ইউনিয়নের ২টি মন্দির পরিদর্শনকালে স্ব স্ব ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়া প্রতিটি মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।

থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ সময় পূজা আয়োজনে সার্বিক অগ্রগতি এবং পূজা শুরুর পূর্বমুহূর্ত পর্যন্ত প্রতিটি মণ্ডপ কমিটিকে সতর্ক থাকার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়