রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

‘একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি শিশু শিক্ষা পেলে সারা জগত মেলে’ এই শ্লোগানে গত সোমবার দুপুরে চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস। তিনি বলেন, সন্তানদের মানুষ করতে সমাজে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। আজকের মা সমাবেশে মায়েদের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। তিনি বলেন, বাবারা তাদের কর্মজীবনে ব্যস্ত থাকায় বেশিরভাগ মায়েরা তাদের সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে প্রতিটি কাজে যেভাবে লেগে থাকেন, এ জন্য আমি বলবো, সন্তানদের মানুষ করতে সমাজে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। এজন্যে এসব মাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, এ সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেভাবে কাজ করছেন, আমাদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি শিক্ষার উন্নয়নে যেভাবে ভূমিকা রাখছেন, এতে এদেশ আগামীতে আরও উন্নত হবে। এজন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ শিশিরের সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান, স্কুল শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মোঃ নূরুল আলম খান পলাশ ও স্কুলের বিভিন্ন অভিভাবক শিক্ষার্থী।

এ সময় অভিভাবকরা স্কুলের লেখাপড়া ব্যবস্থার সুনাম করলেও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ সঙ্কটের কথা তুলে ধরেন। তারা অবিলম্বে এর সমাধানের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়