রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা
মাহবুব আলম লাভলু ॥

মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোঃ আলী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ফেরদৌস, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, জেলে প্রতিনিধি ওমর আলী, ফুল চাঁন বর্মন, মালেক মিয়া প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে সবধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। সভায় উপস্থিত সকলে মা ইলিশ রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং অভয়াশ্রমের সময় জেলেদেরকে নদীতে না নামতে নির্দেশ প্রদান করেন ইউএনও আশরাফুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়