প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের জনসাধারণের কাছে সুলভ মূল্যে সরকারের টিসিবি মালামাল বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের একটি কক্ষে ৩টি ওয়ার্ডের ৯শ’ ৭০ জন কার্ডধারী মানুষের কাছে টিসিবি মালামাল বিতরণ করা হয়। মালামালের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি মশুরির ডাল ও ২ লিটার সয়াবিন তেলের প্যাকেজ মূল্য ৪শ’ ৭০ টাকা। ইউপি সদস্য জহিরুল হক মোল্লা ও টিসিবি পরিবেশক মোঃ সেলিম মিয়া জানান, সরকারের নির্ধারিত সুলভ মূল্যে আমরা টিসিবির এ মালামাল ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি।