রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

মাদক, সন্ত্রাস বন্ধে খেলাধুলা অপরিহার্য
ক্রীড়া প্রতিবেদক ॥

বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের আয়োজনে ও বিষ্ণুদী ইয়াং স্টার ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে স্বাধীন বাংলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার বিকেলে বিষ্ণুদী বালুর মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য, বিষ্ণুদী ক্লাবের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাড়া-মহল্লায় বেশি বেশি খেলাধুলা অনুষ্ঠিত হলে মাদক সন্ত্রাস বন্ধ হবে। মাদক সন্ত্রাস বন্ধে খেলাধুলা অপরিহার্য। পড়া-মহল্লায় যতবেশি খেলাধুলা হবে, মাদক সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপর্কম তত কম হবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে যতবেশি খেলাধুলার আয়োজন করা হবে, সেটা যে নামেই হোক, তাতে করে যুব সমাজ মোবাইল ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে।

তিনি আরো বলেন, আজকে আমাদের দেশের কিশোর-যুবকরা একদিকে মোবাইল আসক্ত অন্যদিকে মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের প্রভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি দেশীয় ও জাতীয় খেলাধুলা যতোবেশী আয়োজন করা যাবে ততোবেশি আমাদের সমাজ ভালো থাকবে।

বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা এমএ খালেক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংঠনের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক জয়েন্ট সেক্রেটারি অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, মোহাম্মদ সাইফুল ইসলাম, মেজবাহ উদ্দিন সুমন, সালেহ আহমেদ সজীব, জাহিদ হাসান মিলন, মহিউদ্দিন খন্দকার মিঠু প্রমুখ।

স্বাধীন বাংলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ৭টি দল। টুর্নামেন্টে ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- রেঞ্জার স্পোর্টিং ক্লাব, নিউ সিটি স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, আল আক্সা স্পোর্টিং ক্লাব, সেভেন স্টার এফ সি, ব্লু কিলার স্পোর্টিং ক্লাব ও গ্রীন টাউন স্পোর্টিং ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়