প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সৌজন্যে চাঁদপুর রোটারী ক্লাবের ৫৩তম অভিষেক অনুষ্ঠানে দুজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রোটারী জেলা গভর্নর রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমান, এমপিএইচএফ, বি, পিডিজি দ্যাঁতো ড. মীর আনিসুজ্জামান, এমপিএইচএফ, একেএস। সাথে ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্টলেডী রোটাঃ পিপি সামিনা ইসলাম এবং চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোঃ নাজমুন নাহার, সাবেক সভাপতি রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ নিলয় দে, আইপিপি রোঃ শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, রোঃ আফজাল কাজী, সেক্রেটারী বেবীন্টন দাস কিরণ, জয়েন্ট সেক্রেটারী রোঃ নয়ন পোদ্দার, রোঃ ওবায়েদুর রহমান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোঃ সাহারা আলম প্রিয়া ও ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ জান্নাতুল ফেরদাউস।