প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রসবিলাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-মতলব রোডস্থ শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন। পচা মিষ্টি বিক্রি এবং পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, রোববার বিকেলে এক ক্রেতা রসবিলাসের উক্ত দোকান থেকে মিষ্টি কিনতে যান, পরক্ষণে তিনি মুখে নিয়ে তা পচা দেখতে পান। তিনি বিষয়টি শোরুমের ম্যানেজারসহ কর্মচারীদের জানালে তারা কর্ণপাত না করে ঠিক আছে বলে দেয়ার চেষ্টা করেন। চাঁদপুর ক্যাবের সাধারণ সম্পাদক বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনকে বিষয়টি অবহিত করলে তিনি ভোক্তা অধিকারের পরিচালক নূর হোসেনকে জানান। এতে তিনি অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর রসবিলাসের বিভিন্ন শো-রুমে দীর্ঘদিন ধরে পচা মিষ্টি বিক্রির অভিযোগ আছে। তাদের শো-রুম থেকে ক্রেতারা দইসহ অন্যান্য পণ্য কিনে প্রতারিত হয়েছেন। এ বিষয়ে দোকানিদের অবহিত করলে উল্টো ক্রেতাদেরকেই লাঞ্ছিত হতে হয় বলে জানা যায়।