রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর সিটি রোটার‌্যাক্ট ক্লাবের তৃতীয় অভিষেক
রেদওয়ান আহমেদ জাকির ॥

চাঁদপুর সিটি রোটার‌্যাক্ট ক্লাবের তৃতীয় অভিষেক ‘ঐকতান’ ৭ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২-এর গভর্নর রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ মোহাম্মদ শাহজাহান, ক্লাব অ্যাডভাইজার ও মতলব রোটারী ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, চাঁদপুর বারের অতিরিক্ত পিপি অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মাকছুদ হোসেন, ডিআরআর শরিফুল ইসলাম অপু, ডিআরআর ইলেক্ট জাহেদ হোসেন চৌধুরী, রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অফিসিয়াল জোনাল রিপ্রেজেনটেটিভ নিলয়, এডিটর শিশির সাহা, আরআর কুলদীপ মালাকার, ডিডিআরআর পিন্টু চন্দ্র সরকার, ডিস্ট্রিক্ট ট্রেজারার ফরহাদ পাশা, ডিস্ট্রিক্ট সেক্রেটারী হাবিবুর রহমান টিটু প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটার‌্যাক্টর রাতিবুল ইসলাম তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব প্রেসিডেন্ট আবির মুনতাসির।

বক্তব্য রাখেন হাজীগঞ্জ রোটার‌্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রাজু রায়হান ও আমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জাবেদুল ইসলাম, ডাকাতিয়া হাজীগঞ্জের জহিরুল ইসলাম জয়, মতলব রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার সেক্রেটারি তানভীর হোসেন, চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোট্যার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট রিয়াদ, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট মিঠুন চক্রবর্তী, ইন্টার‌্যাক্ট ক্লাব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট আহমেদ ত্রিশান প্রমুখ। এ সময় বিভিন্ন রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়