প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামে চেয়ারম্যান শাহজাহান মাস্টারের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে।
জানা যায়, ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদের সচিব ইমাম হাসানের অনিয়ম করার বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মাস্টার সতর্ক করেন। কিন্তু সচিব তার অনিয়মের বিষয় নিয়ে কথা বলার কারণে চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হন। এ নিয়ে ইউপি সচিব ইমাম হাসান ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় চেয়ারম্যানের স্ত্রীর গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের হার ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর ফিরোজপুর বাজারে চেয়ারম্যানের ভাগিনা ইমরান হোসেন মিশর (২৬)কে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। স্থানীয় লোকজন মিশরকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে পুনরায় হামলার চেষ্টা করে। পরে আহত ইমরান হোসেন মিশরকে চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে ইমরানের উপর হামলা করে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত ইমরানকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছিল। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।