প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান। তিনি গত শুক্রবার রাজারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ে এই ঘোষণা দেন। গত ক’দিন পূর্বে থেকেই একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তার খবর প্রকাশিত হয়ে আসছে। মোঃ সিদ্দিকুর রহমান পশ্চিম রাজারগাঁও মরহুম হাজী মোঃ হানিফ খলীফার ৩য় ছেলে। তিনি ১৯৯১ সালে এসএসসি, ১৯৯৩ সালে এইচএসসি এবং ১৯৯৫ সালে ডিগ্রি পাস করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ঢাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু বিএনপি সেবার নির্বাচনে অংশগ্রহণ করেনি।
মোঃ সিদ্দিকুর রহমান যে সকল সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত--১। দুইবারের সাবেক সহ-সভাপতি, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা; ২। পরিচালক, রাজারগাঁও চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজ; ৩। অর্থ বিষয়ক সম্পাদক, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ; ৪। সহ-সম্পাদক, রাজারগাঁও দ্বীনিয়া মাদ্রাসা; ৫। সাবেক সভাপতি, মধ্য পশ্চিম রাজারগাঁও সালেহা মাদ্রাসা মসজিদ; ৬। উপদেষ্টা, রাজারগাঁও উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘ; ৭। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা বিএনপি; ৮। সহ-সভাপতি, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি; ৯। সাবেক সাধারণ সম্পাদক, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি; ১০। ম্যানেজিং ডিরেক্টর, এসপিএন ইন্টারন্যাশনাল মতিঝিল, ঢাকা; ১১। সিনিয়র সহ-সভাপতি, আল মদিনা জামে মসজিদ, ঢাকা; ১২। জয়েন্ট সেক্রেটারী, আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, মুজাহিদ নগর, ঢাকা; ১৩। সহ-সভাপতি, তালিমুল কুরআন মাদ্রাসা, মুজাহিদ নগর, ঢাকা; ১৪। অর্থ বিষয়ক সম্পাদক, মুজাইন নগর পঞ্চায়েত কমিটি, ঢাকা; ১৫। উপদেষ্টা, রাজারগাঁও কুরআন শিক্ষা ফাউন্ডেশন। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।