রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশের সারথি তোমরাই
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ সম্পন্ন হয়েছে। ৮ অক্টোবর (রোববার) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নবাগত শিক্ষার্থীদের জন্যে শুভেচ্ছা রইলো। আগামীর স্মার্ট বাংলাদেশের সারথি তোমরাই। তোমাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বিএসসি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, মোঃ কামরুল হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার প্রমুখ। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার শাম্মী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, আলেয়া চৌধুরী, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক নূরুন্নাহার বেগম মুক্তা, মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ মানিক মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেনসহ অন্যরা।

এ সময় নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং ক্লাস রুটিন প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ও কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। পরে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও কলেজ গভর্নিংবডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রভাষক (সমাজকর্ম) ফরিদা ইয়াছমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাস ও নবনির্মিত শহিদ মিনার পরিদর্শন করেন প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়