রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নিরাপদভাবে জীবন-যাপন করছে
মেহেদী হাসান ॥

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে হিন্দু সম্প্রদায়ের উপর স্বাধীনতা বিরোধী শক্তি অনেক হামলা চালিয়েছে। বর্তমান সরকারের আমলে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা নিরাপদভাবে জীবন-যাপন করছে। সকল ধর্মের মানুষের নিরাপদ রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি শনিবার দুপুরে কচুয়া উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি ফণি ভূষণ মজুমদার তাপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিব মজুমদার জয়, সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক প্রমুখ।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার সনতান ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়