প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০
ওমানে এক সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোহাম্মদ ফারুক গাজী (৪৬)-এর মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের ইবরা জেলার বিভিয়া থানাধীন গাব্বি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় গত ১৫ বছর যাবৎ সুপার শপের ব্যবসা করে আসছিলেন।
তিনি উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির মোহাম্মদ জিতু গাজীর ছেলে। তাঁর বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মুসলিম গাজী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মোঃ দেলোয়ার হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, মোহাম্মদ ফারুক গাজী ব্যবসায়িক কাজে তার গাড়ি নিয়ে গাব্বি নামক এলাকায় বের হয়েছিলেন। এ সময় স্থানীয় এক ওমানী নাগরিকের দ্রুতগামী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনিসহ ওই গাড়ির লোকজন আহত হন।
তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোহাম্মদ ফারুক গাজীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালে সংরক্ষিত করে রাখা হয়েছে। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তারা জানান।