রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
কামরুজ্জামান টুটুল ॥

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেস কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত সভার মূল লক্ষ্য আসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ ও পূজা উদযাপন পরিষদ ইউনিয়ন কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদকগণ তাদের মতামত তুলে ধরেন।

৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটাঃ রুহিদাস দাস বণিক।

সভায় উপজেলার সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে নিশ্চিতকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে সকল পূজামণ্ডপগুলোকে মাদকমুক্ত রাখার বিষয়ে সচেতন করা, ২০২১ সালের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তিরোধে মণ্ডপগুলোকে স্ব স্ব উদ্যোগে পাহারা দেয়া, সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা, পূজা চলাকালে যে কোন বিষয়ে নিশ্চিত না হয়ে ফেসবুকে কোন কিছু পোস্ট না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধা কান্ত দাস রাজু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রাণ কৃঞ্চ সাহা মনা, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুজন সরকার, পূজা উদযাপন উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক কাউন্সিলর প্রবীর কুমার সাহা ফটিক, দপ্তর সম্পাদক সুজন দাস, সাংস্কৃতিক সম্পাদক মানিক রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক তুলশি পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি গনেশ আইচ, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশান অফিসার ইকবাল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী সুন্টি।

এ সময় পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের অনুষ্ঠাতব্য পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদকগণ সভায় বক্তব্য রাখেন। এতে আরো উপস্থিত ছিলেন শতাধিক ভক্তবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার মধ্যে এবারে ২৯টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়