রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

একদিনেই বড়লোক হওয়ার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। ৭ অক্টোবর শনিবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে। বেশি দামে বিক্রি করবেন কেনো? কেউ গ্যাস বিক্রি করে রসিদ দিবেন না কেনো? কেউ রসিদ না দিলে তার থেকে কিনবেন না। দেশে অনেক কোম্পানি আছে, কারো কাছে জিম্মি হওয়ার কারণ নেই।

কোথাও ঘাটতি নেই জানিয়ে বিইআরসি চেয়ারম্যান আরো বলেন, আমরা ঢাকায় মিটিং করেছি চলতি মাসের দুই তারিখ। তারা বলছে, পর্যাপ্ত এলজিপির মজুদ আছে। কেনো রাতারাতি বড়লোক হতে গিয়ে দুই নম্বরি করতে হবে। যারা এসব কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিয়ে সৎভাবে ব্যবসা করেন।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা যদি সৎভাবে ব্যবস্যা করে তাদের কোনো ঝামেলাই পোহাতে হবে না। ব্যবসায়ীদের একদিনেই বড়লোক হওয়ার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানে প্রধানমন্ত্রী দেশের এনার্জি খাতকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করছেন। দেশের বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। যা অচিরেই উৎপাদন এবং বিপণন পর্যায়ে যোগ হবে। তখন আর লোডশেডিং নামে কোনো শব্দ থাকবে না। রাশিয়া থেকে দেশে ইউরেনিয়াম আনা হয়েছে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্যে। সবগুলো দপ্তর সঠিক এবং সৎভাবে কাজ করলে দেশে এনার্জিশক্তির কমতি হবে না। সবাই সবার কাজগুলো সঠিকভাবে করলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম অংশীজন ব্যবসায়ী এবং কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়