প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর মেডিকেল কলেজ শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। যে ইতিহাস অক্ষুণ্ণ রেখে শিক্ষা, শান্তি, প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রলীগের সকল নেতা-কর্মী কাজ করছেন, সেই ছাত্রলীগের আমিও একজন কর্মী ছিলাম। যখনই ছাত্রলীগের কোনো সভা-সমাবেশে আসি তখন নিজেকে খুব উৎফুল্ল মনে হয়। ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, এই সংগঠনের নেতা-কর্মীরাই জাতির পিতার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেমন রাজনীতি করে তেমনি মানবসেবার কাজও করে থাকেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমাদেরকে সোনার মানুষ হতে হবে। তোমাদের রাজনীতি হবে মানুষের সেবার জন্যে, দেশের উন্নয়নের জন্যে। বিরোধী দলের মত দেশের উন্নয়নকে ধ্বংসের জন্যে নয়।
তিনি বলেন, জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা থেকে যে দলটির জন্ম হয়েছে সেই দলটির নামই হলো বিএনপি। এই দলটির মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে বিচ্ছিন্ন করে দেওয়া, যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন করা। আজ তারা নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। তারা এখন মানবতার কথা বলে, যাদের নীল নকশায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে মিথ্যা জন্মদিন পালন করে, যারা হাসিনা তনয় জয়কে হত্যার চেষ্টা করে, তখন কোথায় থাকে মানবতা, মানবিকতা। শেখ হাসিনাকে মানবতা শেখাতে হবে না, মানবতা কী, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। খালেদার জিয়ার ছোট পুত্র কোকোর মৃত্যুর পর একজন মা হিসেবে খালেদা জিয়াকে সান্ত¡না দেয়ার জন্যে তিনি ছুটে গিয়েছিলেন তার বাসায়। সেদিন একজন প্রধানমন্ত্রীর প্রতি তারা যে অসম্মান দেখিয়েছেন তা দেশবাসীর অজানা নয়। তারা সেদিন প্রধানমন্ত্রীকে তার বাড়িতে ঢুকতে দেননি, প্রধানমন্ত্রীর আগমন বার্তা পেয়ে তারা গেইটে তালা ঝুলিয়ে দেন। সেইদিন কোথায় ছিল তাদের মানবতা। অমানবিক কাজে যারা রেকর্ড করেছে, তাদের মুখে মানবতা শোভা পায় না। শেখ হাসিনা আজ দেশটাকে জ্ঞানে-বিজ্ঞানে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এজন্যে বাংলাদেশ ছাত্রলীগকে কাজ করতে হবে। আমরা জঙ্গিবাদ, অপশক্তিকে প্রতিহত করবো বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠার মাধ্যমে।
বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর মেডিকেল কলেজ শাখা আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাইনুল হাওলাদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনফাল সরকার পমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমেদ সোহান, উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম ও স্যার সলিমুল্লা কলেজের ছাত্রলীগ সভাপতি দুর্জয়।
রুমাইয়া সুলতানা প্রিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান, মেডিকেল শিক্ষার্থীদের মধ্য থেকে মাহিমা বিনতে মালেক, প্রিয়ব্রত দাস উৎস, অয়ন্তী রাব্বানী ও ফজলে রাব্বি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ওমর ফারুক, পবিত্র গীতা থেকে পাঠ করেন তৃষা রায়।
এ সময় চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী (পিপি), চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, শিক্ষামন্ত্রীর চাঁদপুরের প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা এবিএম রেদওয়ান, চাঁদপুর সরকারি কলেজসহ জেলা-উপজেলা পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। শিক্ষার্থীদের মুহুর্মুহু শ্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।