প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালন উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা ৫ অক্টোবর বিকেল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক : শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি’। এতে সভাপতিত্ব করেন বাকশিস জেলা সভাপতি অধ্যক্ষ আজহারুল কবির।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মেজবাহ উদ্দিন ঝুটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বাকশিসের সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুল হক ও অধ্যক্ষ হায়দার আলী, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা সভাপতি মোঃ বিলাল হোসেন, বাকশিস জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও জেলা বাকশিসের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বাকশিস সদস্য আঃ ছামাদ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সাবেক সহ-সভাপতি আবদুল গনি ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী।