রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে প্রশাসনের সম্প্রীতি ও দুর্গাপূজার প্রস্তুতি সভা
বিশেষ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে। একই সাথে বিভিন্ন সম্প্রদায় এবং পেশাজীবী মানুষদের নিয়ে সামাজিক সম্প্রীতি সভা করেছে।

৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুটি সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম (রোমান), উপজেলা নির্বাহী অফিসার মৌলি মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা খাতুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক লিটন কুমারসহ অন্যরা।।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। বহু বছর ধরে এখানে মুসলিমণ্ডহিন্দুরা মিলেমিশে বসবাস করে আসছে। দুই ধর্মের মানুষদের মধ্যে ঐতিহ্যগতভাবে সম্প্রীতি রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র মাঝে মাঝে এই সম্প্রীতি নষ্ট করতে মাথাচাড়া দিয়ে উঠে। আমাদেরকে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। দুর্গা পূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে জন্যে আয়োজক, প্রশাসনসহ সবার সহযোগিতা লাগবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্প্রীতি রক্ষা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়