প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
গত ২ অক্টোবর সোমবার দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘অ্যাম্বুলেন্সের ড্রাইভার সরকারি হাসপাতালে করছেন দালালি/অন্য ড্রাইভারের অবৈধ মালামাল পরিবহনের অভিযোগ’ এমন দুটি শিরোনাম দিয়ে আমার বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টটি দৃষ্টিগোচর হয়েছে। মূলত আমার কর্মদক্ষতায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রী মহলের ইন্ধনে উদ্দেশ্যপ্রণোদিত ও ব্যক্তি আক্রোশের বশীভূত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। সরকারি চাকুরি করার সুবাদে সবসময় মানবিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছি। চাকরিকালে দীর্ঘ বছরের আমার কষ্টার্জিত সুনাম বিনষ্ট করার জন্যে একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে বলে আমি মনে করি। তাই আমার বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক : মোঃ দেলোয়ার হোসেন, সরকারি অ্যাম্বুলেন্স চালক, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা : চাঁদপুর। জিডি-১৫০৫/২৩