রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

শাহতলী কামিল মাদ্রাসায় নবাগত ৪ প্রভাষকের আনুষ্ঠানিক যোগদান
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার আয়োজনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৪জন প্রভাষকের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বলেন, আজকে এনটিআরসিএ সুপারিশকৃত যে ৪ জন প্রভাষক নিয়োগ হয়েছে, এটা প্রতিষ্ঠানের জন্যে অনেক বড় প্রাপ্তি। ৪জন প্রভাষক একসাথে নিয়োগ প্রতিষ্ঠানের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ছিলো। এ জন্যে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি। এ মাদ্রাসা বাংলাদেশের মধ্যে একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান। ১৯০১ সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব অত্র মাদ্রাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অধ্যক্ষ এবং গভর্নিং বডির সহযোগিতায় আপনাদের এমপিও আবেদন দ্রুততার মধ্যে সাবমিট হয়ে গেছে। আপনাদের কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি হলে আপনারা আমাকে জানাবেন। আপনাদের এ নিয়োগ ছাত্র-ছাত্রীদের জন্যে কাজে আসবে। এ প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষক রয়েছে। শিক্ষার্থীদের ফলাফলও অনেক ভালো। আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে আপনারা ক্লাসে ভালো টিচিং দিবেন।

অনুষ্ঠানে নবাগত প্রভাষক (আরবি) মোঃ নাজির হোসেন, প্রভাষক (আরবি) মোঃ আব্দুস সালাম, প্রভাষক (বাংলা) সখিনা আক্তার, প্রভাষক (ইংরেজি) সাদিয়া রহমানকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি সোহেল রুশদীসহ অন্য অতিথিবৃন্দ।

মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, নবাগত আরবি প্রভাষক মোঃ নাজির হোসেন, আরবি প্রভাষক মোঃ আব্দুস সালাম, বাংলা প্রভাষক সখিনা আক্তার, ইংরেজি প্রভাষক সাদিয়া রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

সবশেষে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র মোঃ রাফিউল ইসলাম এবং ইসলামী সংগীত পরিচালনা করেন আলিম ১ম বর্ষের ছাত্র মোঃ শফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়