রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

বাবুরহাট স্কুলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিতকরণ সেশন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিতকরণ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অধ্যক্ষের সহযোগিতায় একটি সেশন নেয়া হয়। উক্ত সেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ছাত্র-ছাত্রীদেরকে অবহিত করা হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও আইনটি সম্পর্কে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সবার জানা ও মানা উচিত। আমাদের মধ্যে অনেকেই এই আইন সম্পর্কে ভালোভাবে জানেন না। বিশেষ করে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই সম্পর্কে খুব একটা অবগত নয়। তারা বাইরের ধূলাবালিমাখা খাবার ও অস্বাস্থ্যকর মুখরোচক খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ছে। এতে করে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আমরা জানি, সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। মন সুস্থ থাকলে পড়াশোনাও ভালো হয়। তাই মুখরোচক খাবারের চেয়ে নিরাপদ খাবার উত্তম। এই সুন্দর সত্যকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরার লক্ষ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেশন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়