রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

মেঘনায় বালুকাটার সময় ড্রেজারসহ ৯জন আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় হাতেনাতে একটি ড্রেজারসহ ৯ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় হরিণা ঘাট নৌ ফাঁড়ির এএসআই মোঃ রনি খন্দকার বাদী হয়ে মামলা করেন। যার নাম্বার ৯, তারিখ ৩/২০/২৩ খ্রিঃ।

সোমবার রাতে চাঁদপুর হরিণা ও আলু বাজার এলাকায় মেঘনা নদীতে চুরি করে বালু উত্তোলন ও বিক্রি করার সময় এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কোনো অন্যায়ের সাথে আপোষ করে না নৌ পুলিশ। নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করছি। এর পূর্বেও অনেক ড্রেজার ও বাল্কহেডসহ আসামীদের আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করার সময় মা ফাতেমা-এক নামে একটি ড্রেজারসহ ৯ জন আটক করা হয়।

এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়