প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় হাতেনাতে একটি ড্রেজারসহ ৯ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় হরিণা ঘাট নৌ ফাঁড়ির এএসআই মোঃ রনি খন্দকার বাদী হয়ে মামলা করেন। যার নাম্বার ৯, তারিখ ৩/২০/২৩ খ্রিঃ।
সোমবার রাতে চাঁদপুর হরিণা ও আলু বাজার এলাকায় মেঘনা নদীতে চুরি করে বালু উত্তোলন ও বিক্রি করার সময় এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কোনো অন্যায়ের সাথে আপোষ করে না নৌ পুলিশ। নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করছি। এর পূর্বেও অনেক ড্রেজার ও বাল্কহেডসহ আসামীদের আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করার সময় মা ফাতেমা-এক নামে একটি ড্রেজারসহ ৯ জন আটক করা হয়।
এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।