প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলে আনতে হাজীগঞ্জ ফোরাম ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ নিয়ে লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বান করেছে ফোরামটি। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্যে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ভালো লেখকদের লেখা প্রকাশ পাবে হাজীগঞ্জের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বিষয়ক বইয়ে। এমনটাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা ড. আলমগীর কবির পাটওয়ারী। মঙ্গলবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ বাজারস্থ বিজনেস পার্ক হযরত মকিমউদ্দিন (রহঃ) শপিং সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম সদস্য ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।
সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে লেখা আহ্বান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লেখা ও চিত্রাঙ্কন জমা দেয়ার শেষ তারিখ : ৮ নভেম্বর ২০২৩, বুধবার। প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে : প্রবন্ধ, কবিতা, ছড়া, থিম সং, লোকগীতি, গল্প, নাটক এবং চিত্রাঙ্কন। প্রতিযোগীদেরকে ক, খ, গ, ঘ ও ঙ এই পাঁচটি বিভাগে পুরস্কৃত করা হবে। ক) বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম) /সমমান, যেসবে অংশ নেবে : কবিতা/ ছড়া, চিত্রাঙ্কন। খ) বিভাগ (নবম ও দশম) /সমমান, যেসবে অংশ নেবে : কবিতা/ ছড়া ও চিত্রাঙ্কন। গ) বিভাগ (একাদশ-দ্বাদশ) /সমমান, যেসবে অংশ নেবে : কবিতা/ ছড়া, চিত্রাঙ্কন, প্রবন্ধ (কমপক্ষে ১২০০ শব্দ), লোকগীতি, থিম সং। ঘ) বিভাগ (উচ্চ শিক্ষা--ডিগ্রি, অনার্স, মাস্টার্স) /সমমান, যেসবে অংশ নেবে : কবিতা/ ছড়া, চিত্রাঙ্কন, প্রবন্ধ (কমপক্ষে ১৫০০ শব্দ), গল্প, নাটক, লোকগীতি, থিম সং। ঙ) উন্মুক্ত বিভাগ (শিক্ষার্থী নয় এমন সকলের জন্য প্রযোজ্য), অংশ নেবে : কবিতা, ছড়া, চিত্রাঙ্কন, প্রবন্ধ (কমপক্ষে ১৮০০ শব্দ), গল্প, নাটক, লোকগীতি ও থিম সং।
প্রতিযোগিতার বিষয় সমূহ--১। মহান মুক্তিযুদ্ধে হাজীগঞ্জ; হাজীগঞ্জের ব্র্যান্ড--হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ; হাজীগঞ্জ নামকরণের ইতিহাস (কবিতা, ছড়া/থিম সং)। বড় মসজিদ বা বাজারকেন্দ্রিক হাজীগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে বড় মসজিদ কমপ্লেক্সের ভূমিকা; অন্যান্য যে কোনো ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা (স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদণ্ডমন্দির)। পুকুর-দিঘি, খাল-বিল, নদী-নালা ইত্যাদি; হাজীগঞ্জ বাজারের (মকিমাবাদ ও তার পার্শ্ববর্তী এলাকাসহ কমপক্ষে গত ৩০ বছরের) ভূ-প্রকৃতির পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা (বর্তমান পর্যন্ত)। ২। হাজীগঞ্জ সাবরেজেস্ট্রি অফিস, হাজীগঞ্জ তহসিল অফিস, হাজীগঞ্জ পোস্ট অফিস, হাজীগঞ্জ ডাকবাংলো, হাজীগঞ্জ থানা, হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ উপজেলা। (সূচনা থেকে বর্তমান) ৩। হাজীগঞ্জের শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, হাজীগঞ্জের বিভিন্ন সমিতি-সংঘ, ক্লাব, হাজীগঞ্জের সফল ব্যবসায়ী, ব্যবসা এবং ব্যবসা প্রতিষ্ঠান, হাজীগঞ্জের শিল্প, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়াক্ষেত্রে হাজীগঞ্জের অতীত ও বর্তমান, হাজীগঞ্জে উৎপাদিত ও রপ্তানিযোগ্য পণ্য, গ্রামীণ ঐতিহ্যে ঋতুভিত্তিক খাদ্য তৈরি, জীবনাচার, কৃষ্টি, জনজীবন ও খাদ্যাভ্যাস, পর্যটন ক্ষেত্রে হাজীগঞ্জের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা। ৪। হাজীগঞ্জ উপজেলাস্থ বিভিন্ন পর্যায়ের সফল শিক্ষক, গুণী ব্যক্তি ও ব্যক্তিত্ব, নিবেদিতপ্রাণ স্বনামধন্য জনপ্রতিনিধি (সাবেক ও বর্তমান)।
উল্লেখিত বিষয়ের প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী হবেন তাদেরকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সনদ, ক্রেস্ট এবং অর্থ পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি বিভাগে বিষয়ওয়ারী আলাদা আলাদা পুরস্কার হচ্ছে--১) প্রবন্ধ : ১ম পুরস্কার ৬০০০/-, ২য় পুরস্কার ৪০০০/-, ৩য় পুরস্কার ২০০০/-, তিন বিভাগে ০৯ জন। ২) কবিতা/ ছড়া : ১ম পুরস্কার ৪০০০/-, ২য় পুরস্কার ৩০০০/-, ৩য় পুরস্কার ১০০০/-, পাঁচ বিভাগে ১৫ জন। ৩) থিম সং : পুরস্কার ৪০০০/-, প্রতি বিভাগে ১ জন করে ৩ জন । ৪) লোকসঙ্গীত : ৩০০০/-, প্রতি বিভাগে ১ জন করে ৩ জন। ৫) গল্প/নাটক : ১ম পুরস্কার ১৫০০/-, ২য় পুরস্কার ১২০০/-, ৩য় পুরস্কার ৮০০/-, দুই বিভাগে ৬ জন। ৬) চিত্রাঙ্কন : ১ম পুরস্কার ১৫০০/-, ২য় পুরস্কার ১২০০/-, ৩য় পুরস্কার ৮০০/-, পাঁচ বিভাগে ১৫ জন। সব মিলিয়ে ৫১ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।
সেরাদের সেরা মানের চিত্রাঙ্কন এবং লেখাগুলোকে লেখকের নাম, ঠিকানাসহ ‘হাজীগঞ্জের ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধি’র বইতে অন্তর্ভুক্ত করা হবে এবং এ লক্ষ্যে যারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন, তাদের নাম প্রকাশিতব্য বইয়ে কৃতজ্ঞতার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
নিয়মাবলি : ১. যে কোনো লেখা ('এ ফোর' সাইজের কাগজে) / চিত্রাঙ্কন (ড্রয়িং কার্টিজ পেপার 'এ থ্রী' সাইজ বা ১৬ ইঞ্চি বাই ১১ ইঞ্চি)। লিখা স্বরচিত হতে হবে (প্রবন্ধের ক্ষেত্রে মোট শব্দ সংখ্যা ও তথ্যসূত্র উল্লেখ করতে হবে)। ২. যথাযথভাবে মূল্যায়নের সুবিধার্থে লেখা/ চিত্রাঙ্কনের সাথে আলাদা কাগজে অংশগ্রহণকারীর নাম, পিতা-মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম , শ্রেণি ও মোবাইল নম্বর এবং ‘উন্মুক্ত’ ক্ষেত্রে (শিক্ষার্থী নয় এমন যে কোনো নাগরিকের জন্যে প্রযোজ্য) এনআইডি কার্ডের ফটো কপি সংযুক্ত করে জমা দিতে হবে । যেভাবে লেখা/চিত্রাঙ্কন জমা দেয়া যাবে : ১. নির্ধারিত তারিখের পূর্বে বা মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিকট অথবা বিজনেস পার্ক হযরত মকিমউদ্দিন (রহঃ) শপিং সেন্টারের ৭ম তলায়, হাজীগঞ্জ ফোরামের অস্থায়ী কার্যালয়ে জমা দেওয়া যাবে। ২. ই-মেইল : [email protected] । ৩. প্রয়োজনে (সার্বিক সহযোগিতা পেতে) যোগাযোগ করুন : ০১৮১১ ১৭৫ ৭৩০, ০১৭৬০ ৬৫০ ১০২, ০১৭০০ ৭৬৫ ০৭০। প্রতিযোগিতার লেখা সমূহ ও চিত্রাঙ্কন দক্ষ ও অভিজ্ঞ বিচারক প্যানেল দ্বারা মূল্যায়ন করা হবে।
উল্লেখ্য, কোনো গ্রপে বিষয়ভিত্তিক লেখা/ চিত্রাঙ্কন কাঙ্ক্ষিত মানের না হলে আয়োজক কর্তৃপক্ষ পুরস্কার প্রদানে বিরত থাকার ক্ষমতা সংরক্ষণ করবেন। এজন্যে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না।