প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ, তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। আজকে এখানে উপস্থিত শিশুরা অনেক মেধাবী। এই শিশুরা ছবি এঁকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেছে। তাদের সুপ্ত প্রতিভার গুণ রয়েছে। এ বিশেষ প্রকৃতির শিক্ষার্থীদের যারা গাইড দেয় সে সকল শিক্ষককে ধন্যবাদ। বিদ্যালয়টির জন্য স্থায়ী জমির প্রয়োজন। চাঁদপুর সদরের কাছাকাছি স্থানে কোনো জমি থাকলে দেয়া যেতে পারে। চাঁদপুর ইউএনও এবং সদর এসিল্যান্ড একটি উপযুক্ত জায়গা দিতে পারবেন আমি আশা করছি। আপনারা সদর ইউএনওকে মনে করিয়ে দিবেন জায়গার বিষয়টি। মাননীয় প্রধানমন্ত্রী তনয়া পুতুল বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য কাজ করছেন। আজকে যিনি স্কুল ড্রেস দিয়েছেন সাংবাদিক সোহেল রুশদী সাহেবকে অনেক অভিনন্দন ও ধন্যবাদ। যাদের স্কুল ড্রেস নাই, তিনি তাদের ড্রেস দিয়েছেন। সাংবাদিক সোহেল রুশদীকে অনুসরণ করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারে। সরকারে পক্ষ থেকে যদি কোনো সুযোগ-সুবিধা আসে, তাহলে আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সহায়তা প্রদান করার চেষ্টা করবো।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) বিচিত্রা সাহার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য সোহেল রুশদী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী ভৌমিকসহ শিক্ষকবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মহাসচিব অভিভাবক বীর মুক্তযোদ্ধা মজিবুর রহমান, সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার সদস্য সাহিদুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান ও অভিভাবক আয়শা বানু। অনুষ্ঠানে এ পর্যায়ে মোট ২৫জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি।
শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিদ্যালয়ের দাতা সদস্যসহ অন্যান্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী ভৌমিকসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা আরশেদা আক্তার, বীনা মজুমদার, বিচিত্রা সাহা, সহকারী শিক্ষিকা মোঃ মোরশেদ আলম খান, শিক্ষা সহকারী ছায়েরা বেগম, মোঃ শামছুদ্দিন, নাছির প্রধানিয়া, অভিভাবক, বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্যরা।