প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ সফল করতে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। প্রস্তুতি সভায় জেলা স্বেচ্ছাসেবক দল এবং সকল উপজেলা ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মাদ ইব্রাহিম জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, কামরুজ্জামান হাসনাত, খোকন মিজি, শামছুল আলম সূর্য, ইউসুফ আলী, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন ও মোঃ অলি আহমেদ।
সভায় বক্তারা বলেন, এই রোড মার্চের মাধ্যমে প্রমাণ হবে ভোট চোর সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। দাবি এক, দফা এক অবৈধ সরকারের পদত্যাগ। দেশ রক্ষার এই রোড মার্চ কর্মসূচিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল সর্বাত্মক ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরো বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল এখন অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আমাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ। যা ইতিহাস হয়ে থাকবে। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীবৃন্দ রোড মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে এবং কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফল করবে। আমরা কুমিল্লা হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ৫ তারিখ রওনা হবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফেরার সুযোগ নেই। আমরা রাজপথেই থাকবো এবং সরকারকে পদত্যাগে বাধ্য করবো।