রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

বুধুন্ডা সপ্রাবির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের বদলিজনতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ আতাউর রহমান মুন্সীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির। সহকারী শিক্ষক হানিফ সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ খান, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন প্রমুখ। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক পারভীন আক্তার।

অতিথিদের বক্তব্য শেষে অতিথিগণ বিদায়ী শিক্ষককে সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পরিবেশন করে নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোঃ ইকরাম মুন্সীসহ শিক্ষক, অভিভাবক, সুধীজন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়