সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠনে’র ফ্রি মেডিকেল ক্যাম্প
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর রোববার সংগঠনের কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসানের সার্বিক পরিচলনায় প্রাথমিক চক্ষুশিবির পরিচালনা করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ মোঃ আনসার আলী। এ সময় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসার পরামর্শ, চোখ উঠা, চোখ দিয়ে পানি পড়া, নেত্রনালী পরীক্ষা ও ছানি বাছাই করণ এবং মাথা ব্যথাসহ চোখ সংশ্লিষ্ট চিকিৎসা করা হয়। এদিন সকাল ৯টা থেকে থেকে দুপুর পর্যন্ত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা শিবির সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি আবু ইউসুফ জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে পূর্বের ন্যায় এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করেছি। সংগঠনটির কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন সেলিম, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান, বিপুল মৃধা, মোহাজ উদ্দিন, রাসেল আহমেদ দেওয়ান, রাসেদ হোসেন, ফারহান হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়