প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সোমবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান ও সহকারী প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা। ৪ জন পুরুষ অভিভাবক সদস্য পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোস্তফা কামাল, শাহজালাল, ফয়েজ উদ্দিন ও মজিবুর রহমান প্রধান নির্বাচিত হন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে (সংরক্ষিত মহিলা) ফাতেমা আক্তার কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ২শ’ ৮৪ জন বৈধ ভোটারের মধ্যে ১৯০জন ভোটাধিকার প্রয়োগ করেন।