প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন (৫৮) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১ অক্টোবর রোববার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি গত শনিবার চাঁদপুর শহরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন।
মোঃ জাকির হোসেন চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদী গ্রামের মৃত ইউছুফ আলী মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ জাকির হোসেনের মৃত্যুতে পালিশারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপজেলার শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।