সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

স্মার্ট জাতি গঠনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা
ফরহাদ চৌধুরী ॥

৩০ সেপ্টম্বর বিকেলে কচুয়া উপজেলার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানিয়া গ্রুপ কর্তৃক এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন। খেলার উদ্বোধন করেন ৫নং সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কচুয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ উদ্দিন, কচুয়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান, ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক ইঞ্জিঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের নেতা রুবেল, আকতার, মাইকেল, এমকে রহমান, ইঞ্জিঃ ফয়েজ, ছাত্রলীগ নেতা লিমন সহ অসংখ্য স্থানীয় নেতা-কর্মী। খেলায় সভাপতিত্ব করেন মোঃ মোখলেছুর রহমান মেম্বার। খেলাটি ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলার সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে প্রধান অতিথি অ্যাডঃ হেলাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ ও জাতি গঠনের প্রথম শর্ত হলো লেখাপড়া। আর লেখাপড়ার মাধ্যমে জ্ঞান আহরণের পাশাপাশি স্মার্ট নাগরিক গঠনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে। ফুটবল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম খেলা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে ছাত্র সমাজকে ন্যায়ের পথে, কল্যাণের পথে ধাবিত করে দেশ, সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ববোধ ও সচেতন করে তোলা যায়।

তিনি বক্তব্যের শেষে খেলার আয়োজক কর্তৃপক্ষ জিদান, রবিউল মাসুদ সহ সবাই কে ধন্যবাদ জানান। প্রধানিয়া একাদশ ১ গোলে জয়লাভ করায় তাদের ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়